নিজস্ব সংবাদদাতাঃ প্রতিদিনই একটু একটু করে সুস্থ হচ্ছে বাংলা। কমছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২২ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২১,৬,৫২৪ জন। একদিনে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩। এখনও পর্যন্ত করোনার ছোবলে প্রাণ গিয়েছে ২১ হাজার ৪৬০ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩২৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮২ হাজার ১৩৬। সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ। পজিটিভিটি রেট ২.৪৮ শতাংশ।