New Update
/anm-bengali/media/post_banners/R0trJtPw8V5nMdIeWd74.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মরসুমের প্রথম ডার্বি জিতেছে এটিকে মোহন বাগান। বিরতির ঠিক আগে লিস্টন কোলাসোর নেওয়া কর্নার সুমিত পাসির গায়ে লেগে ঢুকে যায় ইমামি ইস্টবেঙ্গলের জালে।
ম্যাচ শেষে ইমামি ইস্টবেঙ্গলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে করা হয়েছে পোস্ট। সেখানে লেখা রয়েছে, "দুই দলই সমানে সমানে লড়াই দিয়েছে। কিন্তু ফলাফল আমাদের পক্ষে যায়নি। সময় এসেছে পুনরায় সংগঠিত হওয়ার এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার।"
A closely fought contest, but the result didn't go our way.
Time to regroup and come back stronger. #JoyEastBengal#EmamiEastBengal#KolkataDerby#DurandCup#EEBATKMBpic.twitter.com/bcsE0Z35vV— Emami East Bengal (@eg_eastbengal) August 28, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us