নরকের মত লড়াই করতে হয়ঃ বাইডেন

author-image
Harmeet
New Update
নরকের মত লড়াই করতে হয়ঃ বাইডেন


নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার উন্নয়ন করা সহজ নয় বলে জানালেন জো বাইডেন। আমেরিকার মানুষের জন্য কাজ করে চলেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। এবার তিনি জানিয়েছেন, আমেরিকার উন্নয়ন করতে গেলে নরকে যেভাবে লড়াই করতে হয় সেই রকম লড়াই করতে হয়। 



Joe Biden talks electability, debates and race with black journalists - ABC  News


তিনি বলেন, "আমাদের মতো জটিল দেশে অগ্রগতি করা সহজ ছিল না। এই কারণেই যখন আমরা মেডিকেয়ার এবং সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলি তৈরি করি, তখন আমরা তাদের রক্ষা করার জন্য নরকের মতো লড়াই করি"।



Biden Calls for a Change in Culture