সরকারের ঘাটতি ১ ট্রিলিয়নেরও বেশি কমবে বলে জানালেন বাইডেন

author-image
Harmeet
New Update
সরকারের ঘাটতি ১ ট্রিলিয়নেরও বেশি কমবে বলে জানালেন বাইডেন


নিজস্ব সংবাদদাতাঃআমেরিকার মানুষের জন্য কাজ করে চলেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। এবার তিনি জানিয়েছেন, তার আগে আমেরিকার ঘাটতি ২ ট্রিলিয়নেরও বেশি ছিল। 



Joe Biden faces uphill battle to win over young people | Financial Times


যা তিনি ১ ট্রিলিয়নে নামিয়ে আনবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, আমেরিকায় মুদ্রাস্ফীতি হ্রাস আইনের মাধ্যমে আমেরিকার বিভিন্ন সমস্যা দূর করার কথা ঘোষণা করেন তিনি।



New details revealed about Biden's busing record: Why was he so strongly  opposed?