কৃষ্ণাঙ্গ মানুষদের পাশে থাকার বার্তা বাইডেনের

author-image
Harmeet
New Update
কৃষ্ণাঙ্গ মানুষদের পাশে থাকার বার্তা বাইডেনের


নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষদের পাশে থাকার বার্তা দিলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। 



Biden Extols His Black Support: 'I Think They Know Me' - The New York Times


তিনি বলেন, "আমাদের দেশের কৃষ্ণাঙ্গ মানুষদের শ্বেতাঙ্গ মানুষদের তুলনায় খরচের কারণে রিফিল এড়িয়ে যাওয়ার এবং তাদের প্রেসক্রিপশনের তুলনায় সামর্থ্যের অভাবে কম ওষুধ কেনার সমস্যা হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ। প্রেসক্রিপশনের ওষুধের খরচ কমিয়ে আমরা সেই ব্যবস্থা ঠিক করছি যা সেই অবিচারকে সঠিক করবে"। 



Black Voters Saved Joe Biden's Campaign - The Atlantic


উল্লেখ্য, আমেরিকায় মুদ্রাস্ফীতি হ্রাস আইনের মাধ্যমে আমেরিকার বিভিন্ন সমস্যা দূর করার কথা ঘোষণা করেন তিনি।