New Update
/anm-bengali/media/post_banners/NaJfqajio1NfdZoLIWIp.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: নদী পারপার করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের পশ্চিম খয়েরবাড়ির মুজনাই নদীতে। বেলা এগারোটা নাগাদ মুজনাই নদী থেকে উদ্ধার করা হয় এক যুবকের দেহ। মাদারিহাট থানার পশ্চিম খয়েরবাড়ির মুজনাই নদীতে ভাসছিল দেহটি।জানা গিয়েছে, মুজনাই চা বাগানের বাঙ্গাবাড়ি ডিভিশনের বাসিন্দা বিনোদ মানকি মুন্ডা নামে ২৫ বছর বয়সী ওই যুবক এদিন সকালে নদী পার হতে গিয়ে ভেসে যান। প্রায় ২ কিমি দুরে তাঁর দেহ মেলে। মাদারিহাট থানা সূত্রে জানা গিয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে মাদারিহাট থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us