কোন চ্যানেলে ডার্বি দেখবেন? জেনে নিন

author-image
Harmeet
New Update
কোন চ্যানেলে ডার্বি দেখবেন? জেনে নিন

নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েক ঘন্টার অপেক্ষা। কলকাতায় ফের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ। টিকিট নিয়ে হাহাকার। কিন্তু ঘরে বসে বা মাঠে না গিয়ে কীভাবে দেখবেন খেলা? নিউজ ১৮ বাংলাতে ডার্বি দেখা যাবে। 

স্পোর্টস ১৮, স্পোর্টস ১৮-১ এসডি এবং এইচডি চ্যানেলেও দেখানো হবে ম্যাচ। বাংলা, হিন্দি ও ইংরেজিতে শোনা যাবে ধারাভাষ্য। এছাড়া ভুট কিংবা জিও টিভিতেও চোখ রাখতে পারেন।