New Update
/anm-bengali/media/post_banners/5zFXPSQtR3HlRLJDddlR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি একটি ভিডিও পোস্ট করে ফেসবুকে লেখেন, 'জীবনে বড়লোক হওয়া নিজের লক্ষ্য নয়, নিজের মধ্যে মনুষত্ব টাই হচ্ছে বড়। ধনী হয়ে লাভ কি যদি নিজের মধ্যে মনুষত্ববোধ না থাকে। যার মধ্যে মনুষত্ববোধ আছে সে কখনোই গরিব হতে পারে না সেই হচ্ছে সবচেয়ে ধনী মানুষ, কেননা তার মধ্যে মনুষত্ববোধ আছে। আজ বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এর বীর পাড়ায় গিয়ে দেখলাম দুর্দশাগ্রস্থ, নিপীড়িত, গরীব মানুষদের প্রলোভন দেখিয়ে ভোটে জিতে নিজে বড় বড় অট্টলিকায় বাস করছে কিন্ত দিন আনা দিন খাওয়া মানুষদের মাথার ছাদ টাও করে দেয়নি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us