মিলানে প্রায় চূড়ান্ত মালিক থিয়াও

author-image
Harmeet
New Update
মিলানে প্রায় চূড়ান্ত মালিক থিয়াও

নিজস্ব সংবাদদাতাঃ দল বদলের বাজারে উল্লেখযোগ্য সই সম্পন্ন করার পথে এসি মিলান। এসি মিলানে যোগ দেওয়ার জন্য প্রস্তুত মালিক থিয়াও। বুন্দেশলিগার দল শালকে থেকে মিলানে আসছেন তিনি। পাঁচ মিলিয়ন ইউরোর বিনিময়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হতে পারে বলে অনুমান। জার্মান এই সেন্টার ব্যাকের বয়স মাত্র ২১।