নিজস্ব সংবাদদাতাঃ কোভিডের জন্য স্থগিত হয়ে যাওয়া চতুর্দশ সংস্করণের আইপিএলের দ্বিতীয় লেগ ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে। বিসিসিআইয়ের তরফ থেকে আজ আইপিএলের দ্বিতীয় লেগের সম্পূর্ণ সূচি প্রকাশিত হয়েছে। দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হবে রোহিতের মুম্বই। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। এছাড়া প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ অক্টোবর, ১১ অক্টোবর এবং ১৩ অক্টোবর।