New Update
/anm-bengali/media/post_banners/hin0jbLQadnbzbjUK1hO.jpg)
সুদীপ ব্যানার্জী, কোচবিহার: জালের মধ্যে অজগর আটকে, প্রাণ হাসফাস। ঘটনাটি ঘটেছে রবিবার কোচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মুকুলডাঙ্গা এলাকায়। পূর্ন বয়স্ক অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা এদিন সকালে দেখতে পায় মাঠে জমি ঘেরাও করার জালে একটি অজগর আটকে রয়েছে। খবর দেওয়া হয় বন দপ্তরে। পরে বন দপ্তরের কর্মীরা এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তরের মাথাভাঙ্গার রেঞ্জার সজল পাল বলেন, ‘এদিন পশ্চিম মুকুলডাঙ্গা থেকে অজগরটিকে উদ্ধার করে মাথাভাঙ্গার তিকুনিয়া উদ্যান সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us