পারমাণবিক অস্ত্র বহনে প্রস্তুত বেলারুশের যুদ্ধবিমান: লুকাশেঙ্কো

author-image
Harmeet
New Update
পারমাণবিক অস্ত্র বহনে প্রস্তুত বেলারুশের যুদ্ধবিমান: লুকাশেঙ্কো

নিজস্ব সংবাদদাতাঃ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশের সেনাবাহিনীর ব্যবহৃত এসইউ-২৪ যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম করে তোলা হয়েছে। পশ্চিমা দেশগুলো কোনও সমস্যা তৈরি করলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। জানা গিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর বেলারুশের যুদ্ধবিমান আধুনিকায়নে সম্মত হন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের নিজস্ব কোনও পারমাণবিক অস্ত্র নেই। মস্কো থেকে এই অস্ত্র কিভাবে বেলারুশে নেওয়া হবে কিংবা আদৌ নেওয়া হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। ইউক্রেনে মস্কোর পরিচালিত ‘বিশেষ সামরিক অভিযানে’ বেলারুশের ভূখণ্ড ব্যবহার করছে রাশিয়া।



সূত্রে খবর, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো প্রতিবেশি ন্যাটো সদস্য দেশ পোল্যাণ্ডের ভবিষ্যত হুমকি বিবেচনায় রেখে এসব কথা বলেছেন। তিনি বলেন, পোল্যান্ডের রাজনীতিবিদরা না বুঝলেও দেশটির সেনাবাহিনী নিশ্চয়ই বুঝতে পারবে সম্ভাব্য কোনও উত্তেজনা বৃদ্ধিতে মিনস্কের প্রতিক্রিয়া কেমন হতে পারে। সামগ্রিকভাবে পশ্চিমাদের দিকে ইঙ্গিত করে লুকাশেঙ্কো বলেন, ‘পশ্চিমাদের অবশ্যই বুঝতে হবে যে তারা যদি উত্তেজনা বৃদ্ধিকে বেছে নেয় তাহলে কোনও হেলিকপ্টার বা বিমান তাদের বাঁচাতে পারবে না’। তিনি বলেন, ‘সব কিছুই প্রস্তুত’।