New Update
/anm-bengali/media/post_banners/zLZPDnAljXsFUwiBqBhs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দোরগোড়ায় ডার্বি। ডুরান্ড কাপে এখনও জয় পায়নি এটিকে মোহন বাগান। তবে জয় না পেলেও খুব একটা চিন্তিত নন বাগান কোচ হুয়ান ফেরান্দো। তিনি বলেছেন, "ডার্বি নিয়ে আমার বা দলের কোনও চাপ নেই। শেষ দুটো ম্যাচে জিততে পারিনি বলে কিছুটা হতাশ হলেও চিন্তিত নই।
কারণ গোলের সুযোগ কাজে লাগাতে পারলে জিততেও পারতাম। খারাপ খেললে বা গোলের সুযোগ তৈরি করতে না পারলে চাপ থাকত। একটা অনুশীলন ম্যাচ খেলে নেমে পড়েছি ডুরান্ডে। দল সবে তৈরি হয়েছে। কিছু ভুলত্রুটি হচ্ছে। তবে ডার্বিতে হবে না সেটাই আশা করি।
Up next, the Kolkata Derby 💥#ATKMohunBagan#JoyMohunBagan#AmraSobujMaroonpic.twitter.com/VioKpiuz9M
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 26, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us