নিলসকে ফের লোনে পাঠাল এভারটন

author-image
Harmeet
New Update
নিলসকে ফের লোনে পাঠাল এভারটন

নিজস্ব সংবাদদাতাঃ নিলস এনকুঙ্কু ২০২২-২৩ মরসুমের জন্য কার্ডিফ সিটিতে যোগ দিতে চলেছেন। লোনে ২০২৪ সালের জুনের শেষ পর্যন্ত একটি নতুন দুই বছরের চুক্তি সম্পন্ন করেছেন তিনি। 

২১ বছর বয়সী এই ফুটবলার এভারটন থেকে কার্ডিফ সিটিতে যোগ দিচ্ছেন। গত মরসুমেও তাঁকে লোনে অন্য ক্লাবে পাঠিয়েছিল এভারটন। লেফট ব্যাক পজিশনে খেলেন নিলস।