/anm-bengali/media/post_banners/I3uJHsY2kAmioRcEInqu.jpg)
হরি ঘোষ, রানীগঞ্জ:রবিবার ছুটির দিনেই রানীগঞ্জের সিয়ারসোল মোড় এলাকায় ১১ দফা দাবি আদায়ের প্রেক্ষিতে অবস্থান-বিক্ষোভ থেকে শুরু করে পথ অবরোধ কর্মসূচিতে শামিল হল সিপিআইএম এরিয়া কমিটি সদস্যরা। এদিন সিপিআইএম এরিয়া কমিটি পক্ষ থেকে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী ও প্রাক্তন বিধায়ক রুনু দত্তর নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি সম্পন্ন হয়। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম সমস্ত বেহাল রাস্তাকে অবিলম্বে সংস্কারের কাজ করতে এছাড়াও পর্যাপ্ত পরিস্রুত পানীয় জল প্রদান, অবিলম্বে পৌর নির্বাচন সম্পন্ন করানো, গরিবদের এএওয়াই ও এসপিএইচএইচ রেশন কার্ড প্রদানের দাবি, বস্তিতে বসবাসকারী মানুষদের জমির পাট্টা প্রদান, রানীগঞ্জের বাইপাস রাস্তা অবিলম্বে চালু, ও সার্ভিস রোডকে অবিলম্বে মেরামতের দাবি সহ রানীগঞ্জ শহরকে মহকুমা শহর হিসেবে ঘোষণার দাবি করেন সিপিএমের নেতাকর্মীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us