ফাইজারের বিরুদ্ধে মামলা করছে মডার্না

author-image
Harmeet
New Update
ফাইজারের বিরুদ্ধে মামলা করছে মডার্না

নিজস্ব সংবাদদাতা: করোনার টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্না মামলা করতে চলেছে অন্য টিকা প্রস্তুতকারী ফাইজার এবং বায়োএনটেকের বিরুদ্ধে। মডার্নার অভিযোগ, এই দুই সহযোগী সংস্থা করোনার টিকা তৈরির সময় তাদের স্বত্ব লঙ্ঘন করেছে। কোনও কিছুর স্বত্বাধিকার থাকলে ওই নির্দিষ্ট পণ্যটির উৎপাদনের ক্ষেত্রে বিশেষ আইনি অধিকার পাওয়া যায়।শুক্রবার মডার্না একটি বিবৃতি জারি করেছে। তার মর্মার্থ হল, ফাইজার ও বায়োএনটেক কোভিড টিকা তৈরির সময় মডার্নার এমআরএনএ প্রযুক্তির স্বত্ব লঙ্ঘন করেছে। প্রসঙ্গত, বিশ্বে সবচেয়ে বেশি করোনার টিকা উৎপাদনকারী সংস্থা হিসেবে মডার্না এবং ফাইজার অন্যতম।