​নিজস্ব সংবাদদাতাঃ গুলাম নবী আজাদের পদত্যাগের পর শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে কংগ্রেসের সবাই জানে যে রাহুল গান্ধী 'অপরিণত'। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন,'আপনি যদি গুলাম নবী আজাদের চিঠি এবং ২০১৫ সালে আমার লেখা চিঠিটি পড়েন তবে আপনি অনেক মিল খুঁজে পাবেন।'
আসামের মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন,' সোনিয়া গান্ধী দলের যত্ন নিচ্ছেন না এবং তিনি কেবল তাঁর ছেলের প্রচার করার চেষ্টা করছেন। তবে এই চেষ্টা করা বৃথা'।