New Update
/anm-bengali/media/post_banners/wBFq7QfkcWZrzpYpwS7i.jpg)
নিজস্ব প্রতিনিধি-বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ত্রিপুরার আমবাসায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য যুব কমিটির সভাপতি সান্তনু সাহা, যুব সহ-সভাপতি উত্তম কলুই, যুব সম্পাদক মনোজ মজুমদার,
যুব সাধারণ সম্পাদক পল্লবী ভট্টাচার্য, রাজ্য কার্যনির্বাহী সদস্য সুমন দে ও খান্না মারক, আমবাসা জেলা এসটি সেল সভাপতি নিঙ্গুলাল হালাম, এসসি সেল সম্পাদক নিরঞ্জন দাস, ধলাই মহিলা কমিটি জেলা সভাপতি সখী সিনহা, মহিলা কমিটি সম্পাদক মায়া সিনহা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us