New Update
/anm-bengali/media/post_banners/30K0CjddGdSSE2iyOgHH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, 'কেউ বলছেন আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবেন। সব হিসেব হবে, সুদে আসলে হিসেব হবে। পাবলিকের মার একটাও বাইরে পড়বে না। লোকে সবে হাত পাকানো শুরু করেছে, মার পড়লে পালানোর জায়গা পাবে না। মার পড়লে হাসপাতালে ভর্তির জায়গা পাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us