নিজের হাতে দ্বায়িত্ব তুলে দিলেন মানিক সাহা

author-image
Harmeet
New Update
নিজের হাতে দ্বায়িত্ব তুলে দিলেন মানিক সাহা

নিজস্ব প্রতিনিধি-কালই ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব ভট্টাচার্যকে।আজ সকালে সেই উপলক্ষে ত্রিপুরা বিজেপি প্রদেশ কার্যালয়ে তাকে সংবর্ধনা জানানো হয়,সেই সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা অফিসিয়ালিভাবে নিজের হাতে সেই দ্বায়িত্ব রাজীব ভট্টাচার্যের হাতে তুলে দেন এবং মুখ্যমন্ত্রী বলেন,





"ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা থেকে দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীর দায়িত্ব ‌অত্যন্ত সুনামের সঙ্গে পালন করেছেন শ্রী রাজীব ভট্টাচার্যী মহোদয়। আমি অত্যন্ত আনন্দিত দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী এবং দলের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা জী ত্রিপুরায় দলের সভাপতির দায়িত্ব তার হাতে তুলে দেবার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি আশা করি ‌ওনার সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরায় সংগঠন আরো মজবুত হবে।"