‘ওয়ার্ক ফ্রম হোম’ দেশের ভবিষ্যতঃ প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
‘ওয়ার্ক ফ্রম হোম’ দেশের ভবিষ্যতঃ প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ ওয়ার্ক ফ্রম হোম এই দেশের ভবিষ্যত হতে চলেছে। সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর শ্রম মন্ত্রকের ডাকা ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা বললেন। ভারতের শ্রমিক উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ভবিষ্যতের জন্য নমনীয় কর্মস্থল, নমনীয় কাজের সময় এবং ঘরে বসে কাজের সুবিধাকে আরও উন্নত করতে হবে। তিনি বলেন, "ভারতের ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য, শ্রম মন্ত্রক এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অমৃতকালের জন্য দেশের কর্মক্ষম যুব সমাজের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।" 

              

প্রধানমন্ত্রী অনেক যোজনার কথা এদিন বলেছেন যেমন প্রধানমন্ত্রী শ্যাম যোগী মন্ধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, ইত্যাদি, কর্মীদের সুরক্ষা প্রদান করবে। একটি সমীক্ষা অনুযায়ী ইমারজেন্সি ক্রেডিট গ্যারান্টি স্কিম এই প্যান্ডেমিকে দেড় কোটি চাকরি বাঁচিয়েছে। আমরা দেখেছি আমরা যেমন বিপদে কর্মীদের সাহায্য করেছি, তাঁরাও তাঁদের সমস্তটা দিয়ে এই অতিমারি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। তিনি বলেছেন, কর্মী দের নিরাপত্তার জন্য ই-শ্রম একটি বিশেষ উদ্যোগ। প্রায় ৪০০টি অঞ্চল থেকে প্রায় ২৮কোটি কর্মী এই পোর্টালে যোগ দিয়েছেন।