বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন কর্মসূচি তৃণমূলের

author-image
Harmeet
New Update
বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন কর্মসূচি তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শাশড়া তিন নম্বর অঞ্চলের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে, দুর্নীতি, স্বজন পোষণের বিরুদ্ধে ২১ দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি নিল তৃণমূল। এদিন তৃণমূলের নেতা কর্মীরা গোটা ৩ নম্বর অঞ্চল বাইক মিছিল করে এসে গ্রাম পঞ্চায়েতের দফতরে ডেপুটেশন দেন। তৃণমূলের এই কর্মসূচিতে দাবি করা হয় আবাস যোজনার গৃহ বন্টনে‌ স্বজন পোষণ করা চলবে না। একশো দিনের কাজে দুর্নীতি বন্ধ করতে হবে সহ একাধিক দাবিতে সরব হন তৃণমূল নেতা কর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ সহ প্রমুখ।