আমিও আইনজীবী, যে কোনও সময় আদালতে আসতে পারি: মমতা

author-image
Harmeet
New Update
আমিও আইনজীবী, যে কোনও সময় আদালতে আসতে পারি: মমতা

নিজস্ব সংবাদদাতাঃ নব মহাকরণের ব্লক বি-র দ্বিতল থেকে দশম তল পর্যন্ত কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিল রাজ্য সরকার। এদিন সেই অনুষ্ঠানে এসেই হাইকোর্টের বিচারপক্রিয়া নিয়ে নানা মন্তব্য করতে দেখা যায় মমতাকে। একইসঙ্গে প্রয়োজনে নিজের আইনজীবীর কার্ড নিয়ে যে কোনও সময় আদালতে চলে আসতে পারেন বলেও জানান মমতা। পড়ে থাকা মামলার দ্রুত শুনানি করার আর্জি করতে গিয়ে মমতা বলেন, “আমিও আইনজীবী। আমিও সিনিয়র বার কাউন্সিল মেম্বার। আমার কাছে কার্ড আছে। যে কোনও সময় প্রাকটিসের জন্য আমি কোর্টে আসতে পারি। মানবাধিকার সংক্রান্ত কিছু কেসের জন্য আমিও এসেছি। তাই আইনজীবী বন্ধুদের বলার আমিও আপনাদের আইনি বন্ধু।” 


জানা যাচ্ছে ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইনের ডিগ্রি লাভ করেন মমতা।