​নিজস্ব সংবাদদাতাঃ কন্যা ভামিকার জন্মের পর ফের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের পরবর্তী ছবি ' চাকদা এক্সপ্রেস ' - এর ট্রেনিংয়ের ছবি শেয়ার করেছেন বিরাট পত্নী।
সেই ছবিতে তিনি লিখেছেন ' ট্রেনিং বিগিন্স'। তাঁর এই ছবি একটি স্পোর্টস ড্রামা এবং এটি প্রখ্যাত মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক।