এই প্রথম অলিম্পিকের অগ্নিশিখা জ্বলছে হাইড্রোজেনের মাধ্যমে, কারণ কী জেনে নিন

author-image
Harmeet
New Update
এই প্রথম অলিম্পিকের অগ্নিশিখা জ্বলছে হাইড্রোজেনের মাধ্যমে, কারণ কী জেনে নিন

নিজস্ব সংবাদদাতাঃ চলতি অলিম্পিক বাকি সকল অলিম্পিকের থেকে অনেকটা ভিন্ন। কোভিডের কারণে এক বছর পিছিয়ে যাওয়া থেকে শুরু করে টুর্নামেন্ট শুরুর এক মাস আগেও তা আয়োজন হওয়া নিয়ে সংশয়- কী না দেখেছে চলতি টোকিও অলিম্পিক! তবে এগুলি ছাড়াও আরও একটি জিনিস অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার হচ্ছে। তা হল, টোকিও অলিম্পিকের অগ্নিশিখা জ্বলছে হাইড্রোজেনের মাধ্যমে। কার্বনের ব্যবহার কমাতে প্রযুক্তিগত দিক থেকে বহুল উন্নত জাপান এই অভিনব পদক্ষেপ নিয়েছে।



এতদিন পর্যন্ত অলিম্পিকের অগ্নিশিখা জ্বালাতে প্রোপেন, ম্যাগনেশিয়াম, গান পাউডার, অলিভ অয়েল প্রভৃতির ব্যবহার করা হতো। ২৩ জুলাই থেকে ৮ আগস্ট- টোকিওর ন্যাশানাল স্টেডিয়াম থেকে শুরু করে আরও বেশ কিছু স্থানে অলিম্পিকের এই মশালগুলি জ্বলবে।