New Update
/anm-bengali/media/post_banners/eZIZEM82Of63Vb15N7pF.jpg)
নিজস্ব প্রতিনিধি: বিরাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে চলছে তর্জা। অভিযুক্ত বাবুলাল সিংহ তৃণমূলের কর্মী বলেই দাবি তার স্ত্রীয়ের। তিনি চন্দ্রিমা ভট্টাচার্য ও উত্তর দমদম তৃণমূলের শহর সভাপতি বিধান বিশ্বাসের সঙ্গে বাবুলালের ছবি দেখিয়েছেন মিডিয়াকে। আর তৃণমূলের দাবি, বাবুলাল আগে তৃণমূল করলেও ২০১৯ থেকে তিনি বিজেপি করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us