ত্রিপুরা সফরে জেপি নাড্ডা

author-image
Harmeet
New Update
ত্রিপুরা সফরে জেপি নাড্ডা

নিজস্ব প্রতিনিধি-আগামী ২৮শে আগস্ট ত্রিপুরা পরিদর্শনে যাবেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।




সেই উপলক্ষে আজ আগরতলার প্রদেশ কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়,এবং সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন, 





মুখ্যমন্ত্রী জানান,"আগামী ২৮ ও ২৯ আগস্ট ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি আদরনীয় J.P.Nadda জীর আগমন উপলক্ষে আজ প্রদেশ কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠকে অংশগ্রহণ করি। বৈঠকে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক শ্রী Dilip Saikia মহোদয়, রাজ্য প্রভারী শ্রী বিনোদ সোনকর জী,আসাম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ।"