মণিপুর সরকার পুরস্কারস্বরূপ এক কোটি টাকা দেবে টোকিও অলিম্পিকে পদকজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানুকে

author-image
Harmeet
New Update
মণিপুর সরকার পুরস্কারস্বরূপ এক কোটি টাকা দেবে টোকিও অলিম্পিকে পদকজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানুকে

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন মণিপুরের ভারোত্তোলক মীরাবাঈ চানু। সেই জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পুরস্কারস্বরূপ মীরাবাঈকে এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন। অলিম্পিকে পদক জয়ের পর তাঁর সঙ্গে মীরাবাঈয়ের কথাও হয়েছে। সেই ভিডিও বীরেন সিং নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন।

বীরেন সিং জানান, যখন মীরাবাঈ পদক জেতেন, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উত্তর পূর্বের মুখ্যমন্ত্রীদের একটি মিটিং চলছিল। মিটিং চলাকালীনই তিনি মীরাবাঈয়ের পদক জেতার সংবাদ সবাইকে জানান এবং তা শোনামাত্রই সকলে উঠে দাঁড়িয়ে মীরাবাঈকে সংবর্ধনা জানান।