ষষ্ঠী থেকে দশমী কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

author-image
Harmeet
New Update
ষষ্ঠী থেকে দশমী কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

নিজস্ব সংবাদদাতা: আষাঢ় মাসে বৃষ্টি সেভাবে হয়নি। অনেকেই আশঙ্কা করছেন, এবার পুজোয় বৃষ্টি হতে পারে।এবার পুজো অনেকটা আগে। ৩০ সেপ্টেম্বর পঞ্চমী। তাই অনেকে বলছেন, পুজোয় বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন থেকেই পুজোর আবহাওয়া জানানো মুশকিল। কারণ পুজোর এখনও ১ মাস বাকি।আপাতত এই মাসে উত্তর ও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।চলতি সপ্তাহের শুরুর দিকে পুরুলিয়া, ক্যানিং হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল মৌসুমি অক্ষরেখা। সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় ছিল। তবে আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।