নিজস্ব সংবাদদাতাঃ ফের স্কুল চত্বরে এলোপাথাড়ি গুলি। আমেরিকার ওয়াশিংটনের ট্রাক্সটল এলাকায় বন্দুকবাজের তাণ্ডব। বৃদ্ধাশ্রম এবং হাই স্কুল চত্বরে গুলি চলে দুপুর একটা নাগাদ। পুলিশ সূত্রে খবর, কালো চারচাকা একটি গাড়ি থেকে নেম দুই আততায়ী এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কয়েকজন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ওয়াশিংটনের এক্সিকিউটিভ সহকারী পুলিশ প্রধান আশহান বেনেডিক্ট জানান, অন্তত সাত রাউন্ড গুলি চলে। গুলি চালিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ জোগার করার চেষ্টা করছে পুলিশ। অধরা বন্দুকবাজ।