New Update
/anm-bengali/media/post_banners/KqNQsMywg8yEPwsgVkvz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই ৩১ আগস্ট গোটা দেশজুড়ে পালিত হবে গণেশ চতুর্থী। এদিকে সোনায় সজ্জিত 'স্বর্ণ গণেশ' গণেশ চতুর্থীর জন্য ইউপির চান্দৌসিতে তৈরি করা হচ্ছে। এ বিষয়ে শিল্পী অজয় আর্য বলেছেন, 'এটি হবে ১৮ ফুট লম্বা একটি মূর্তি। এটি তিরুপতি বালাজির মতো সোনার আলংকারিক আইটেম দিয়ে প্রস্তুত করা হচ্ছে'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us