তিনি প্রধানমন্ত্রী হলে ইউক্রেনকে আরও গুরুত্ব দেওয়া হবে বলে জানালেন লিজ

author-image
Harmeet
New Update
তিনি প্রধানমন্ত্রী হলে ইউক্রেনকে আরও গুরুত্ব দেওয়া হবে বলে জানালেন লিজ


নিজস্ব সংবাদদাতা: যুক্তরাজ্যে চলছে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া। দৌড়ে টিকে রয়েছেন লিজ ট্রাস ও ঋষি সুনাক। তবে জয় নিশ্চিত করতে চান লিজ। সেই লক্ষ্যেই এবার তিনি প্রধানমন্ত্রী হলে ইউক্রেনকে আরও গুরুত্ব দেওয়া হবে বলে জানালেন লিজ। 

Liz Truss fears peace talks are a 'smokescreen' for further Russian  aggression | The Independent

তিনি বলেন, "আমি নিশ্চিত করব যে ইউকে সর্বদা ইউক্রেনের সমর্থনে সাহসীকতার সঙ্গে পদক্ষেপ নেবে। ইউক্রেনের জনগণের ভবিষ্যতের জন্য, যুদ্ধে জয়ী হতে দেখার জন্য আমাদের যৌথ সংকল্পে আমাদের আন্তর্জাতিক জোটকে শক্তিশালী করবে"।

Rishi Sunaks Rival Liz Truss Taking "Holiday From Reality": UK Lawmaker