New Update
/anm-bengali/media/post_banners/fjyzQ8wQH0rUXyYbULAX.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের শিবমোগার বিজেপি বিধায়ক কেএস ঈশ্বরাপ্পাকে পাঠানো জিহ্বা কেটে দেওয়ার হুমকি চিঠিকে ঘিরে উত্তেজনা ছড়ালো। ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
ইতিপূর্বে তিনি টিপু সুলতানকে 'মুসলিম গুন্ডা' বলে অভিহিত করেছিলেন। চিঠিতে বলা হয়েছে টিপু সুলতানের বিরুদ্ধে আরেকবার অবমাননাকর উক্তি করলে তার জিহ্বা কেটে নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us