/anm-bengali/media/post_banners/tdD18bddf9eXWOub8NCL.jpg)
ঘাটশিলা: সাংসদ ও বিধায়ক বুধবার ঘাটশিলা ব্লকের গালুডিহ ও বড়জুডিতে নারকেল ভেঙে ৪ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো, বিধায়ক রামদাস সোরেন এবং জিপ সদস্য সুভাষ সিং প্রথমে গালুডিহ এলাকার শুষনিগাড়িয়া থেকে ছোলাগোড়া পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক মেরামতের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই রাস্তা মেরামতের কাজটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে করা হবে। এর মোট খরচের পরিমাণ ৯৮ লক্ষ টাকা। এ সম্বন্ধে স্মৃতি এনজিকম প্রাইভেট লিমিটেডের সংবেদক সুজিত কুমার সিং জানান, বৃষ্টির মরসুমের পর কাজ শুরু করা হবে এবং ছয় মাসের মধ্যে কাজ শেষ হবে। ঘাটশিলা ব্লকের বড়জুডি পঞ্চায়েতের অধীনে, বড়জুডি মেন চক থেকে ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত প্রায় ৪.১৭৫ কিলোমিটার রাস্তা ৩.৫৫ কোটি টাকা দিয়ে তৈরি করা হবে। নারকেল ভেঙে এই নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ ও বিধায়ক। এই কাজটি গ্রামীণ কার্য বিভাগ করবে। এর সংবেদক স্মৃতি এনজিকম প্রাইভেট লিমিটেডের সুজিত কুমার সিং। এই রাস্তাটি ৩.৭৫ মিটার চওড়া হবে। অনুষ্ঠানে দীনেশ সাও, হারাধন সিং, গোপাল কুইরি, পল্টু সর্দার, সঞ্জয় তিওয়ারি, সত্যনারায়ণ পুষ্টি, কালিপদো গোরাই, জগদীশ ভক্ত, উকিল হেমব্রম, অমরদীপ শর্মা, রতন মাহাতো, রাজারাম মাহাতো, চন্দন গিরি, রামদাস হাঁসদা, পিন্টু মাহাতো, করুণা মাহাতো, হীরালাল মাহাতো সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us