কাঁথি পৌরসভা এলাকার সাফাই কর্মীদের বিক্ষোভ

author-image
Harmeet
New Update
কাঁথি পৌরসভা এলাকার সাফাই কর্মীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: কাঁথি পৌরসভা তৃণমূল পরিচালিত হলেও কাঁথি পৌরসভা এলাকার সাফাই কর্মীরা, তারা দু মাস বেতন থেকে বঞ্চিত বেতন চাইতে এলেই পুরসভার কাছ থেকে মেলে ধমক। কাজ ছেড়ে দাও টাকা এলে টাকা দেওয়া হবে টাকা এখন নেই এইরকম কটুক্তি শুনতে হয় বারে বারে, এদের জন্যই শহর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ পরিবেশ পাওয়া যায় অথচ এরাই সামান্য কটা টাকা বেতন থেকে তাও দুমাস বঞ্চিত যেখানে রাজ্য সরকার দুর্গাপূজা কমিটিকে ঘটা করে জানিয়ে দেয় এ বছর ৬০ হাজার টাকা দেওয়া হবে তারপরেও এত উন্নয়নের গল্প শোনার পরে মা ভবানী তা পরিষ্কার করে দিল সবার সাফাই কর্মীরা। তারা পুরসভার চেয়ারম্যানের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান