New Update
/anm-bengali/media/post_banners/3O1f7aDw9VRpRoBfZ37J.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন দল পেলেন অরিন্দম ভট্টাচার্য। নতুন মরসুমে তিনি খেলবেন নর্থ-ইস্ট ইউনাইটেডের হয়ে। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে তাঁর যোগদানের কথা। গত মরসুমে তিনি ছিলেন এসসি ইস্টবেঙ্গলে।
তারও আগে এটিকে মোহন বাগানে। বাগানের হয়ে খেলার সময় ইন্ডিয়ান সুপার লিগে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন অরিন্দম। যদিও পরের মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে প্রত্যাশা পূরণ করতে পারনেনি তিনি।
You're gonna hear him roar! 😤💪
The Bengal Tiger, 𝗔𝗿𝗶𝗻𝗱𝗮𝗺, is now a Highlander! ❤️🤍🖤#WelcomeArindam#StrongerAsOne#TogetherWeAreInfinitepic.twitter.com/j5zrUjSWfv— NorthEast United FC (@NEUtdFC) August 23, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us