New Update
/anm-bengali/media/post_banners/EtRy5QM8asn5d5B30HH4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসাম কংগ্রেসে ক্রমশ ভাঙনের সুর শোনা যাচ্ছে। এরই মাঝে কার্যত বোমা ফাটালেন এআইইউডিএফ-এর সাধারণ সম্পাদক করিম উদ্দিন বারভুইয়া। তিনি জানিয়েছেন, '৬ মাস আগে আমি বলেছিলাম, কিছু কংগ্রেস বিধায়ক আমাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন। কংগ্রেসের ২-৩ জন বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। তারা আমাদের দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের সাথে দেখা করেছিলেন। আমরা উপ-নির্বাচন চাই না, তাই আমরা অপেক্ষা করছি। কংগ্রেসের ছয় জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us