উলভসের গোলে মুগ্ধ ফুটবলমহল

author-image
Harmeet
New Update
উলভসের গোলে মুগ্ধ ফুটবলমহল

নিজস্ব সংবাদদাতাঃ কয়েক সপ্তাহ হয়ে গেল শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রতি দলই মোটের ওপর তিনটি করে ম্যাচ খেলেছে। হয়েছে একাধিক দর্শনীয় গোল। যার মধ্যে উলভসের করা একটি গোল অন্যতম। 

ইংলিশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সেই গোলের ফুটেজ। রুবেন নেভেসের সেই গোলটি এক কথায়, "সাবলাইম"।