নিজস্ব সংবাদদাতা: বুধবার রাজ্য বিধানসভার সিঁড়িতে এনসিপি এবং শিন্ডে শিবিরের বিধায়কদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিধায়কদের মধ্যে কথা কাটাকাটিও হয়। এনসিপি-র অমল মিতকারি এবং শিন্ডে শিবিরের মহেশ শিন্ডে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এনসিপি বিধায়করা অভিযোগ করেন যে তাঁদের উপর শিন্ডে শিবিরের বিধায়করা আক্রমণ করার চেষ্টা করেন।