​নিজস্ব সংবাদদাতাঃ কেএল রাহুল এবং আথিয়া শেট্টি। একজন বাইশ গজে বিশ্ব কাঁপান অন্যজন অভিনেতা হিসেবে বলিউডে পথ চলা শুরু করেছেন। দ্বিতীয় জনের যদিও আরও এক পরিচয় রয়েছে। তিনি স্টার কিড। সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। রাহুল-আথিয়ার সম্পর্কের গুঞ্জন বহু চর্চিত। সাম্প্রতিক খবর, ইংল্যান্ডে World Test Championship উপলক্ষে রাহুলের সফরসঙ্গী হয়েছেন আথিয়াও। গুঞ্জন, কে এল রাহুল নাকি নিজের সঙ্গীনি হিসাবে আথিয়ার নাম BCCI-র কাছে জমা দিয়েছিলেন। তবে চমকের এখানেই শেষ নয়, গুঞ্জন আরও বলছে, বিদেশে নাকি এই কয়দিনেই বেজায় ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে ক্রিকেট অধিনায়ক বিরাট কোহালির স্ত্রী অনুষ্কা শর্মা ও আথিয়া শেট্টির মধ্যে। তাঁরা নিজেরা যদিও মুখ খোলেননি। কিন্তু তাঁদের ইনস্টাগ্রাম বলছে অনেকটা সে রকমই।