রেকর্ড প্রতিমার অর্ডার পেল কুমারটুলি

author-image
Harmeet
New Update
রেকর্ড প্রতিমার অর্ডার পেল কুমারটুলি

​নিজস্ব সংবাদদাতাঃ মায়ের চারপাশে ঘুরে গণেশ বলেছিলেন, বিশ্ব ঘোরা হল সারা। এবার যেন মা দুর্গা নিজেই বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন। এখানে পুজো হবে কি না, হবে তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু সারা বিশ্বে পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণে পুজো-পুজো রব। অন্তত কুমোরটুলির প্রতিমা শিল্পীরা সে রকমই পরিসংখ্যান দিচ্ছেন। ইতালি থেকে সিঙ্গাপুর, জাপান থেকে জার্মানি, ইউকে থেকে ইউএস। ঠাকুর যেতে শুরু করেছে। কুমারটুলির প্রতিমা শিল্পী সুবল পালের প্রতিমা যাচ্ছে ইউকে-ইউএসএ, ইতালির মাদ্রিদ, সিঙ্গাপুর এবং জাপানে। শিল্পী নিজেই কিছুটা বিস্মিত। বলছেন, “সত্যিই এবার মা দুর্গা বেশি-বেশি বাইরে যাচ্ছেন। তাতে কিছুটা হয়তো এ দিকের ভার লাঘব হবে। কারণ মায়ের আপন বাড়ি বাংলায় এবার প্রতিমার বরাত নেই তেমন। এখন কুমোরটুলি যান। মনেই হবে না পুজো আসছে।”