বিচারককে হুমকি-চিঠি, সিবিআই তদন্ত চান অনুব্রত

author-image
Harmeet
New Update
বিচারককে হুমকি-চিঠি, সিবিআই তদন্ত চান অনুব্রত

নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলে বিশেষ সিবিআই আদালতে রওনা হওয়ার আগে অনুব্রত মণ্ডল জানালেন, বিচারককে মাদক মামলায় ফাঁসানোর হুমকির ঘটনায় সিবিআই তদন্ত চাইবেন তিনি। গরুপাচার-কাণ্ডে ধৃত অনুব্রতের ১৪ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ বুধবার শেষ হওয়ায় সকালেই তাঁকে নিজাম প্যালেস থেকে নিয়ে আসানসোলের উদ্দেশে রওনা হয় সিবিআই। সেই সময় একথা বলেন তিনি। সিবিআই হেফাজতে থাকা কেষ্টর জামিনের আবেদনও শীঘ্রই জমা পড়তে পারে আদালতে। তবে তার আগেই অনুব্রতের জামিন চেয়ে আরও একটি ‘আবেদন’ এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে। সিবিআই সূত্রের দাবি, একটি চিঠি দিয়ে বলা হয়েছে, ‘গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে।’


বিচারককে হুমকি-চিঠি দেওয়ার প্রসঙ্গে প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, “আমি জজ সাহেবকে অনুরোধ করব, যারা হুমকি চিঠি দিয়েছে, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক।”