বিজেপি নেতার বিরুদ্ধে হায়দ্রাবাদে বিক্ষোভ, বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন মালাকপেটের বিধায়ক

author-image
Harmeet
New Update
বিজেপি নেতার বিরুদ্ধে হায়দ্রাবাদে বিক্ষোভ, বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন মালাকপেটের বিধায়ক


নিজস্ব সংবাদদাতা: হায়দ্রাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন মালাকপেটের বিধায়ক বললা আহমেদ। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন।

Jamia protest: From Lucknow to Hyderabad, protests across campuses against  police crackdown in Jamia Millia Islamia | India News - Times of India

 উল্লেখ্য, নবী মোহাম্মদের বিরুদ্ধে বিজেপি নেতা রাজা সিংয়ের মন্তব্যের জেরে হায়দ্রাবাদে চলছে বিক্ষোভ। রাজা সিংয়ের বিরুদ্ধে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা।

University of Hyderabad students stage midnight protest in support of JNU  students | Hyderabad News - Times of India