সোপোরে ভারতীয় সেনার হাতে গ্রেফতার হল এক সন্ত্রাসী

author-image
Harmeet
New Update
সোপোরে ভারতীয় সেনার হাতে গ্রেফতার হল এক সন্ত্রাসী


নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের সোপোরে ভারতীয় সেনার হাতে গ্রেফতার হল এক সন্ত্রাসী। গ্রেফতার হওয়া সন্ত্রাসী এলইটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। 


সোপোর পুলিশ ও ভারতীয় সেনা যৌথভাবে তল্লাশি চালিয়ে উক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করে। সন্ত্রাসীর কাছ থেকে বন্দুক সহ গোলাবারুদ উদ্ধার হয়েছে।

Indian Army takes steps to prevent misuse of new combat uniform | Latest  News India - Hindustan Times