New Update
/anm-bengali/media/post_banners/8Lb1cAWX9xHdApDdYYHz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জম্মুতে নিষিদ্ধ হল গরু পরিবহন।
লম্পি চর্মরোগ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জম্মুতে নিষিদ্ধ করা হয়েছে গরু পরিবহন।
জম্মুর ডেপুটি ম্যাজিস্ট্রেট আভনি লাভাসা এই নির্দেশ দিয়েছেন।
নির্দেশে বলা হয়েছে, "লম্পি চর্মরোগ বৃদ্ধি হতে থাকায় জম্মু জেলার মধ্যে কিংবা জম্মু থেকে অন্য জেলায় অবিলম্বে কোনও গরু পরিবহন করা যাবে না"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us