বোলপুরের রেজিস্ট্রি অফিস থেকে বেরোল CBI

author-image
Harmeet
New Update
বোলপুরের রেজিস্ট্রি অফিস থেকে বেরোল CBI

​নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার ৬ ঘণ্টা ধরে বোলপুরের রেজিস্ট্রি অফিসে তল্লাশি অভিযান চালানোর পর বেরোলেন সিবিআই-এর আধিকারিকরা। মঙ্গলবার সাত সকালে বোলপুরের জমির রেজিস্ট্রি অফিসে হানা দেয় সিবিআই টিম। 



 এই অফিসে মূলত বোলপুর বা সংলগ্ন এলাকার যে সমস্ত জমি কেনাবেচা হয়, সেই জমি সংক্রান্ত যাবতীয় যা নথিপত্র তৈরি করা বা রেজিস্ট্রি, তা এখান থেকে হয়। অনুব্রত মণ্ডলের নামে কোথায় কোন সম্পত্তি রয়েছে এবং কোন সম্পত্তি কার কাছ থেকে কেনা, কত টাকায় সেই সম্পত্তি কেনা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করেন তদন্তকারীরা।