ফের উঠল 'দিল্লি চলো' স্লোগান

author-image
Harmeet
New Update
ফের উঠল 'দিল্লি চলো' স্লোগান

​নিজস্ব সংবাদদাতাঃ ফের উঠল 'দিল্লি চলো' স্লোগান। কংগ্রেস পার্টি মুদ্রাস্ফীতি নিয়ে ২৯ শে আগস্ট ২২ টি শহরে সাংবাদিক সম্মেলন করবে এবং 'দিল্লি চলো' স্লোগান দেবে। এছাড়া কংগ্রেস পার্টি 'ভারত জোড়ো যাত্রা'র জন্য ৫ ই সেপ্টেম্বর ৩২ টি শহরে সাংবাদিক সম্মেলন করবে।  




কেন্দ্রের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর নয়াদিল্লির রামলীলা ময়দানে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সম্পর্কিত কংগ্রেসের সমস্ত গুরুত্বপূর্ণ সমাবেশের আগে, সোমবার হোটেল ক্লার্কস আমেরে পিসিসি এক্সিকিউটিভের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সমাবেশের কৌশল নিয়ে আলোচনা করা হয়েছিল। ঠিক হয়েছে, রাজ থেকে ৫০ হাজার কংগ্রেস সদস্য দিল্লি যাবেন। বৈঠকে গেহলট কর্মীদের ফোন করে বলেন, চলো দিল্লি।