New Update
/anm-bengali/media/post_banners/B8CmWaxlSfIBp151kTMe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েক দিন হল বাংলা ছেড়েছেন। এক প্রকার অভিমান করেই নিজ রাজ্য ছেড়ে গিয়েছেন তিনি। ত্রিপুরায় চলে গিয়েছেন ক্রিকেট খেলার জন্য। শেষবার জুলাইয়ের ২৫ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেওয়ার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। এরপর আজ, মঙ্গলবার সামাজিক মাধ্যমে ফের সক্রিয় ঋদ্ধিমান। ক্রিকেট খেলার ছবি পোস্ট করেছেন তিনি।
The best part of the day! #Cricketpic.twitter.com/eGHkAIEnVx
— Wriddhiman Saha (@Wriddhipops) August 23, 2022