New Update
/anm-bengali/media/post_banners/kp1OUskka5Yi8j6iPZ6O.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পরাজয়ের রেশ কাটছে না। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা লিভারপুল সমর্থকদের একেবারেই মনের মতো হয়নি।
এক প্রকার অপ্রত্যাশিতভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পরাজিত হয়েছে লিভারপুল। ম্যাচ শেষে অ্যান্ডি রবার্টসন বলেছেন, "সত্যিই খুব খারাপ। আমরা প্রতিটি দলকে গোল উপহার দিচ্ছি, যেটা ফুটবলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আবার খুব ধীর গতিতে শুরু করেছি। এই জায়গাগুলো পরিবর্তন করা দরকার।"
Andy Robertson believes sticking together is vital for the Reds after tonight’s defeat ⤵
— Liverpool FC (@LFC) August 22, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us