দিগবিজয় মাহালী, ডেবরা : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নং ভরতপুর অঞ্চলের বৌলাসিনী ভগবানপুর এলাকায় মাটির বাড়ীর দরজা ভেঙে দুই মহিলাকে তুলে নিয়ে গিয়ে লাগাতার গনধর্ষণের অভিযোগ উঠলো ৭ জনের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই সাতজনকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ।সুত্রের খবর একদিন আগে রাতের বেলা মাড়তলা এলাকায় ব্যান্ডের রিহার্সাল সেরে বাড়ী না ফিরে বৌলাসিনী ভগবানপুর এলাকায় এক মহিলার বাড়ীতে আশ্রয় নেয় তিনজন ব্যান্ডের স্টাফ। মাঝরাতে ওই মহিলার বাড়ীর দরজা ভেঙে দুই মহিলাকে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ।পরে তাদেরকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়।পরে সোমবার দুপুর নাগাদ ডেবরা থানায় লিখিত অভিযোগ জানায় ওই মহিলা ও ব্যান্ডের এক যুবক। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।অভিযুক্তরা বেশীর ভাগই ডেবরার বাসিন্দা।ইতিমধ্যে এই ধর্ষণের ঘটনায় এই মহিলা অসুস্থ হওয়ায় বর্তমানে ডেবরা সুপার স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আজ অর্থাৎ মঙ্গলবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সুত্রে খবর।এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরা জুড়ে।নিন্দার ঝড় উঠছে বিভিন্ন মহল থেকে।